মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধে জেরে হামলা, নারীসহ আহত ৪

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:০৯ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭

মাদারীপুরে মাত্র ৪ শতক জমি নিয়ে বিরোধের জেরে হামলা চালিয়ে নারীসহ ৪ জনকে আহত করেছে প্রতিপক্ষ। আহত ৪ জনকেই মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মাদারীপুর সদর থানায় অভিযোগ দাখিল করেছে ভূক্তভোগী পরিবার।

সরেজমিন ঘুরে ও অভিযোগ থেকে জানা গেছে, অভিযোগকারী শেরে আলী তার পরিবার নিয়ে পৈত্রিক বাড়িতে থাকে। এই বাড়িতে তারাসহ আরও অন্যান্য অংশীদাররাও বসবাস করে। তাদের এক অংশীদারদের কাছ থেকে ৪ শতক জমি ক্রয় করে শেরে আলীর পরিবার। এই ৪ শতক জমি নিয়ে অন্যান্য অংশীদারদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

এই বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিপক্ষ আবুল শরীফ, রব শরীফ তাদের দলবল নিয়ে শেরে আলীর পরিবারের উপর হামলা চালায়। এতে শেরে আলীর পরিবারের নারী, বৃদ্ধসহ ৪ জন আহত হয়। পরে পরিবারের লোকজন আহত ৪ জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেরে আলী বলেন, আমার বাবাকে খুন করার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। আমার স্ত্রীকে মারধোর করে। এমনকি আমার স্ত্রীর শ্লীলতা হানিও করে। এছাড়া আমার ভাইসহ দুইজনকে মারধোর করে মোবাইল, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। আমি এই হামলাকারিদের কঠিন বিচার চাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ,এম সালাউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত