মাদারীপুরে জমি জমা নিয়ে হামলা, আহত ৪
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫৩ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৬
মাদারীপুরে জমি নিয়ে দীর্ঘ ৫ বছর ধরে বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় আহত হয়েছেন ৪ জন। জানাগেছে, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের করদী এলাকার জাহাঙ্গীর শিকদারের সাথেস্থানীয় জামাল বেপারীর দীর্ঘদিন যাবত জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে আসছিল। তারই জেরে শনিবার সকালে জমি দখলের জন্য জামাল বেপারী ও তার লোকজন আসে। এসময় জাহাঙ্গীর শিকদারের লোকজন বাধা দিলে কথা কাটা কাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে স্যঘর্ষ বাঁধলে দেশীয় অস্ত্র সস্র নিয়ে জামাল বেপারির লোকজন হামলা চালায় জাহাঙ্গীর শিকদারের ছেলে সোহাগ শিকদার (৩৬) , শফিকুল ইসলাম (৩৩) সজীব সিকদার,আবু বকর সিকদার এবং জাহাঙ্গীর শিকদারের স্ত্রী সানোয়ারা বেগমের উপরও। এ সময় গুরুতর আহত অবস্থায় সজীব সিকদার কে মাদারীপুর সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ড ভর্তি করা হয়। তার মাথায় গুরুতর যখন হয়েছে।
সরেজমিনে জানা যায়, জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল পাঁচ বছর যাবত সেই সূত্রের জেরেই স্থানীয় প্রভাবশালী সেনা সদস্য জামাল বেপারী ও তার লোকজন অতর্কিত হামলাচালায় এ ঘটনার আগে স্থানীয় গণ্যমান্য লোকজন সালিশ মীমাশার মাধ্যমে ১৬ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিলেও পরে সালিশ মানিনা বলে জামাল বেপারী। এই সূত্র ধরেই তারা জমি দখল করতে এসে হামলা চালিয়ে আহত করে জাহাঙ্গীর শিকদারের ছেলেদেরকে।
আহত ভুক্তভোগী জাহাঙ্গীর শিকদারের ছেলে বলেন। আমরা এডভোকেট বাবুল আক্তারের চেম্বারে বসে সালিশ মীমাংসা করে দেয় তাদের সালিশ রায়মতেকে মেনে জমির বাবদ ১৬ লাখ ২০ হাজার টাকা টাকা দিয়ে দেওয়ার পরেও তারা আবার এই জমি দখল করতে আসে। আমরা বাধা দিলে আমাদের উপরে এ হামলা চালায় জামাল বেপারী ও তার লোকজন।আমরা এই হামলাকারী জামাল বেপারী ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার চাই
এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন। এ ঘটনা শুনেছি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত