মাদারীপুরে কুন্ডু বাড়ির মেলা বন্ধ: ব্যানার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১৯:৩১ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪
৩১ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী কুন্ডুবাড়ীর মেলা হওয়ার কথা ছিল। কিন্তু গত শুক্রবার সকালে হঠাৎ করে মেলাসংলগ্ন সড়কের মোড়ে মোড়ে ব্যানার ঝুলতে দেখা যায়। তাতে লেখা রয়েছে, ‘এ বছর (২০২৪) সাল থেকে কুন্ডুবাড়ীর মেলা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো। বাস্তবায়নে সর্বস্তরের জনগণ।’ এরপর সেই ব্যানারের ছবিসহ মেলা বন্ধের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা সমালোচনার ঝড়। এ নিয়ে জেলাজুড়েও চলছে নানা ধরনের আলোচনা।তবে অবশেষে কালকিনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদারীপুরের ঐতিহ্যবাহী দুই শ বছরের পুরোনো কুন্ডুবাড়ীর মেলা।
এদিকে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে মেলা বন্ধ হওয়ার খবর। এ নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।এ ব্যপারে কুন্ডুবাড়ীর কালীমন্দির কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি স্বপন কুন্ডু বলেন, ‘কে বা কারা মেলা বন্ধের ব্যানার টানিয়েছেন, তা আমাদের জানা নেই। তবে উপজেলা প্রশাসন বলছে, এবার তারাই মেলা পরিচালনা করবে। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই সবাই সুন্দরভাবে অনুষ্ঠান উদ্যাপন করুক। মৌখিকভাবে মেলা পরিচালনার অনুমতি দেওয়া হলেও এখনো কাগজ হাতে পাইনি।’
বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ জানান, ‘কুন্ডুবাড়ীর মেলা ও পূজা হচ্ছে দুই শ থেকে আড়াই শ বছর ধরে, এটি বেশ পুরোনো ঐতিহ্য। পূজা হওয়া নিয়ে কোনো সমস্যা বা জটিলতা নেই। তবে মেলা হওয়া নিয়ে আলেম সমাজ বেশ কয়েকটি অভিযোগ করে। এতে ইজারা বাতিল করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মেলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে মেলা পরিচালনা করা হবে।’
জানাগেছে,১৮০৫ সালে এ কালী মন্দির প্রতিষ্ঠার সময় থেকে দীপাবলি ও কালিপূজা উপলক্ষে ‘কুণ্ডু মেলা’ শুরু করেন দীননাথ কুণ্ডু ও মহেশ কুণ্ডু। কালে কালে সেটি কুণ্ডু বংশের নামানুসারে ‘কুণ্ডুবাড়ির মেলা’ নামকরণ হয়ে যায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত