মাদারীপুরে আশা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৩ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১৭:০৮

মহান বিজয় দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে অসহায় ও হত-দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা
সেবা , ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পযন্ত মাদারীপুর সদর উপজেলার চরমুগরীয়া এলাকায় আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আশা’র মাদারীপুর শাখার সিনিয়র ব্যবস্থাপক গনেস চন্দ্র দাসের সভাপতিত্বে ও রিজিওনাল ম্যানেজার এমদাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) তানিয়া ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র কেন্দ্রীয় কার্যালয়ের চীফ হেলথ অফিসার ডা: মো: শরীফুল আলম, আশা চরমুগরীয়া সম্মিলিত স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার কাবিরা বানি,আশা কেন্দ্রীয় কার্যালয়ের প্রোগ্রাম অফিসার মোঃ শহিদুর রহমান তালুকদার প্রমুখ।

এ ছাড়া প্রতিদিন নামমাত্র ১০০ টাকা ফি’র মাধ্যমে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত