জনমনে কিছুটা স্বস্তি

মাদারীপুরে  আনুষ্ঠানিকভাবে শুরু থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কার্যক্রম    

  এসআর শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১৯:১৯ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৮

মাদারীপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কার্যক্রম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ,  থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা, ভাংচুর, লুটপাট এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও কয়েকশ’ সদস্য আহত হয়। এতে পুলিশ বাহিনীর সদস্যরা নিজেদের নিরাপত্তাহীনতার দাবি করে গত বুধবার থেকে কর্মবিরতিতে যায়। অবশেষে আইজিপির নির্দেশে সোমবার সকাল থেকে জেলার ৫টি থানার কার্যক্রম শুরু করেন মাদারীপুরের পুলিশ সদস্যরা। পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় সারাধারন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।

জানা গেছে, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করে। এ সময় তারা উর্দ্ধতন কর্তৃপক্ষ ও সরকারের কাছে ১১ দফা দাবি তুলে ধরেন। এতে করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত কয়েকদিনে চরম অবনতি হয়। এর মধ্যে বর্তমান সরকার নতুন পুলিশ প্রধান নিয়োগ দেন। 

পুলিশের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাসে সোমবার সকাল থেকে মাদারীপুর সদর মডেল থানা, কালকিনি, শিবচর, রাজৈর ও ডাসার থানায় শুরু হয় জিডি ও অভিযোগ নেয়াসহ পুলিশের নিয়মিত কার্যক্রম। এছাড়া সড়ক, মহাসড়ক ও পাড়ামহল্লায় পুলিশ টহল বাড়ানো হয়। এতে স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মাঝে। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। প্রায় এক সপ্তাহ পর আজ সোমবার তাঁরা মাদারীপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন এবং রাস্তায় ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও দায়িত্বপালন করছে। পুলিশের পক্ষ থেকে সড়কে থাকা ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান পুলিশ সদস্যরা।

সাধারন জনগন জানান, কয়েকদিন পুলিশ থানা ও বাহিরে কাজ না করায় মানুষের মধ্যে অনেক আতঙ্ক ছিল। এখন পুলিশ থানার কার্যক্রম শুরু করায় এবং রাস্তায় ট্রাফিকের কার্যক্রম শুরু হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, দেশেল চলমান পরিস্থিতির কারনে পুলিশের চলমান কার্যক্রম কিছুটা বিঘিœত হয়। আমাদের থানার কার্যক্রম সীমিত পরিসরে চালু ছিল এখন পুরোদমে ছাত্র-জনতাসহ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছি। থানায় সকল কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত