মাদারীপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৮ জন আটক
প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১৭:১৯ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৭
মাদারীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মোটেল মতি থেকে দেহ ব্যবসার অভিযোগে পাঁচ নারীসহ আটজনকে আটক করেছে মাদারীপুর ডিবি পুলিশ। রোববার দুপুরে আটকের পর রাত ১০টার দিকে মাদারীপুর সদর থানায় আটককৃতদের হস্তান্তর করা হয়। সোমবার সকালে আটককৃতের কোর্টে প্রেরণ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে রোববার রাতে একটি মামলা দায়ের হয়েছে।
আটককৃতরা হচ্ছে মোটেল মতির ব্যবস্থাপক শহরের কুকরাইল গ্রামের নাজিমউদ্দিন হাওলাদারের ছেলে আল জাকির ওরফে সেলিম হাওলাদার (৩৮), শকুনী এলাকার আলমগীর শিকদারের ছেলে হারুন শিকদার সজিব (৩৫) এবং মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভান্ডারীকান্দি গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে মোক্তার হোসেন (২৩)সহ আরও পাঁচজন নারী।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আব্দুল হানান জানান, মাদারীপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মোটেল মতিতে অসামাজিক কার্যক্রম চলছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ডিবি পুলিশ এক অভিযান চালিয়ে মোটেল থেকে ৫ জন নারী ও ৩ জন পুরুষকে আটক করে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। সোমবার সকালে আটককৃতের কোর্টে প্রেরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত