মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদককে হত্যা
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪০ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬
মাদক সেবন এবং বিক্রিতে বাধা ও প্রতিবাদ করায় শরীয়তপুরের নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মামুন খানকে হত্যার অভিযোগ উঠেছে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগ এর সহ-সম্পাদক মোখলেছ ব্যাপারীর বিরুদ্ধে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌরসভা এলাকা থেকে বাড়িতে যাওয়ার পথে নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মোকলেস ব্যাপারীর নির্দেশে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল মামুনের উপরে হামলা চালায় বলে অভিযোগ। এ সময় মামুনকে দেশীয় অস্ত্র, ছুরি ও হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মামুন।
পরে গুরুতর অবস্থায় মামুনকে মুলফৎগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে শরীয়তপুর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। শরীয়তপুর সদর হাসপাতলে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মামুনকে মৃত বলে ঘোষণা করেন। মামুন নড়িয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বারইপাড়া গ্রামের সালাম খানের ছেলে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত