মাটিতে পুঁতে ফেলা হলো ১৫০০ কেজি চিংড়ি
প্রকাশ: ২১ জুন ২০২৩, ১৩:০৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১
চাঁদপুরে ১৫০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (২১ জুন) সকালে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ জুন) ভোর ৪টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে এক হাজার ৫০০ কেজি অবৈধ জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে চাঁদপুর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা জামিলের উপস্থিতিতে জব্দকৃত এসব চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত