মহিলাদল শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১৮:৫২ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকালে শিবগঞ্জ বিএনপির দলীয় কার্যালয়ে পৌর কাউন্সিলর ও মহিলাদল নেত্রী মিনারা বেগম এর সভাপতিত্বে এই সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলাদলের সভাপতি মিসেস লাভলী রহমান। সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দল নেত্রী এ্যাডঃ রহিমা খাতুন মেরি, সুইটি, রিচি, সোহেলী, মনিরা, পুতুল, নাজমা খাতুন,, রঞ্জনা, শান্তনা। আমন্ত্রিত অতিথি’র বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বুলবুল ইসলাম, বুলবুল ইসলাম, আব্দুল করিম, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, খালিদ হাসান আরমান, তমাল, স্বেচ্ছা সেবক দল নেতা মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল, মীর মুন প্রমূখ। পরে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল বগুড়ার শিবগঞ্জ উপজেলার সভাপতি মিনারা বেগম, সাধারণ সম্পাদক ফাইমা বেগম এবং পৌর মহিলাদলের কমিটিতে সভাপতি কল্পনা বেগম ও সাধারন সম্পাদক পদে শামসুননাহারের নাম সহ আংশিক কমিটি ঘোষণা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত