মহাখালী সাততলা বস্তিতে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:৫২ | আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৬:৩৯

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিব আল হাসান। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩ টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত