মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক বাহিনীর হাতে সবচেয়ে বেশি হেলিকপ্টার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১২:২২ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৪, ০৩:২৬

মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে এখন সবচেয়ে বেশি হেলিকপ্টার। ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি একথা বলেছেন।

তিনি বলেন, এ অঞ্চলে আমাদের হাতে রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার। আজকে আমাদের হেলিকপ্টারগুলোতে শ্রেষ্ঠমানের নাইট-ভিশন ক্যামেরা এবং গাইডেড মিসাইল বসানো হয়েছে।”

ইরানের এ সেনা কর্মকর্তা আরো বলেন, ড্রোন নির্মাণের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছি। আমরা এখন গোয়েন্দা ড্রোন ও কম্ব্যাট ড্রোনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি।”

সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ড্রোন তৈরিতে তেহরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে ইরান সবসময় বলে আসছে- তার এই সামরিক শক্তি প্রতিবেশীদের জন্য কোনো হুমকি নয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত