মঙ্গলবার ভোরে দেশে আসছে চিত্রনায়ক ফারুকের মরদেহ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১২:২৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৫০

বাংলা চলচ্চিত্রের নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের (ফারুক) মরদেহ মঙ্গলবার (১৬ মে) ভোরে দেশে আসছে। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এই হাসপাতালেই আজ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে মারা যান চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত এই নায়ক।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ফারুক। এর আগে ২০২১ সালে তিনি দীর্ঘ সময় কোমায় ছিলেন। তার রক্তে সংক্রমণও ছিল। এছাড়া মস্তিষ্কের সংক্রমণসহ নানা সমস্যায় ভুগছিলেন তিনি। সবশেষ তিনি চলতি বছরের ১৫ মে না ফেরার দেশে চলে যান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত