ভিয়ারিয়ালের মাঠে জয় নিয়েই মাঠ ছাড়ল বার্সেলোনা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ১০:৩৭ |  আপডেট  : ১২ এপ্রিল ২০২৪, ০৪:৩১

প্রতিপক্ষের মাঠে শনিবার শুরুটা দারুণ করেছিল বার্সেলোনা। মাঝে অবশ্য দলটির হয়েছিল ছন্দপতন। এক পর্যায়ে অবশ্য তারা পেয়েছিল গোলের দেখা। তারপরও হারের শঙ্কা ভর করেছিল। শেষ পর্যন্ত ভিয়ারিয়ালের ভুলের সুযোগ কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত জয় নিয়েই মাঠ ছাড়ে জাভি হারনান্দেজ।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন স্যামুয়েল। শেষ দিকে মেমফিস ডিপাই দলকে আবারও এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ফিলিপে কৌতিনিয়ো।

লা লিগার ম্যাচে শনিবার শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রবল চাপ বাড়ায় বার্সেলোনা। প্রথম সুযোগ আসে তৃতীয় মিনিটে। তরুণ উইঙ্গার আবদের হেড দারুণ নৈপুণ্যে কোনোমতে ঠেকান গোলরক্ষক জেরোনিমো রুলি। অষ্টম ও দশম মিনিটে গোল করার মতো পজিশন থেকে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা বাড়ান মেমফিস ও গাবি। এর মাঝে পাল্টা আক্রমণে ভালো একটি সুযোগ পায় ভিয়ারিয়ালও। তারাও পারেনি জালে বল পাঠাতে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে জর্দি আলবার গোলমুখে বাড়ানো ক্রসে মেমফিসের টোকা ঠেকিয়ে দেন গোলরক্ষক, কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। আলগা বল পেছনেই ফাঁকায় পেয়ে টোকায় বাকি কাজ সারেন ডি ইয়ং। ৭৬তম মিনিটে সমতা টানে ভিয়ারিয়ালি। নিজেদের থ্রোয়িংয়ে বল হারায় বার্সেলোনা। মিডফিল্ডার সের্হিও বুসকেতস পারেননি প্রতিপক্ষকে বাধা দিতে, পারেননি ডিফেন্ডার জেরার্দ পিকেও। বল ধরে ডি-বক্সে ঢুকে দারুণ শটে ঠিকানা খুঁজে নেন নাইজেরিয়ার উইঙ্গার স্যামুয়েল।

সমতায় ফিরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে ভিয়ারিয়াল।  তবে ৮৯তম মিনিটে প্রতিপক্ষের ভুলে কোনাকুনি শটে বল জালে পাঠান মেমফিস। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-১ করেন ১০ মিনিট আগে বদলি নামা কৌতিনিয়ো।

 লা লিগায় ১৪ ম্যাচে বার্সেলোনার এটি মাত্র ষষ্ঠ জয়। সঙ্গে পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে তারা। ১৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ভিয়ারিয়াল। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২৯ পয়েন্ট নিয়ে রিয়াল সোসিয়েদাদ দুইয়ে ও ২৮ পয়েন্ট নিয়ে সেভিয়া তিনে আছে। চার নম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৬।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত