ভারতে ৬ সপ্তাহে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, মৃত্যু প্রায় সাড়ে ৩ হাজার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২১, ১১:৩৪ |  আপডেট  : ২০ মে ২০২৪, ০৭:২৯

ভারতে বেশ কয়েক দিন ধরে লাগাতার কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ১ লাখ ৭৩ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন, যা ৬ সপ্তাহে সর্বনিম্ন।

এদিকে, দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও তা এখনও আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৬০ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ মে (রবিবার) পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৭২ জনের। দেশটিতে মোট কোভিড সংক্রমণের হার গত ৩ দিন ধরে ৮.১৩ শতাংশই রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ৮.০২ শতাংশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত