ভারতে ফের মৃত্যু ৪ হাজারের ওপরে, ৪ লাখের বেশি শনাক্তের সংখ্যা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ মে ২০২১, ১২:০৯ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩৯

করোনায় বিপর্যস্ত ভারতে একদিনে আবারো ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি।  

রোববার (০৯ মে) সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ২২ লাখে। একই দিনে মারা গেছে ৪ হাজার ৯২। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনে।

গত শনিবার (০৮ মে) দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয় ৪ লাখ ১ হাজার ৫২২ জনের।   

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, করোনায় একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু দেখা তৃতীয় দেশ ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত