ভাঙ্গায় ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজার উদ্বোধন

  মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১৫:৪১ |  আপডেট  : ২৭ মার্চ ২০২৪, ০৮:২০

করোনার ভয়াল গ্রাস হতে পরিত্রাণের জন্য সারাদেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। লকডাউনের মধ্যে জনগণের পুষ্টি চাহিদার কথা মাথায় রেখে চমৎকার এক উদ্যোগ নিয়েছেন ভাঙ্গা উপজেলা মৎস অফিস। লকডাউনের মধ্যে পিকআপভ্যানে করে সাধারণ মানুষের মধ্যে কম দামে মাছ বিক্রির উদ্যোগ নিয়েছে ভাঙ্গা মৎস বিভাগ। 
     
শুক্রবার (১৬ এপ্রিল) উপজেলার পৌরসভার ভিতরে এ কার্যক্রম শুরু হয়েছে। ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে বোয়াল মাছ ক্রয় করার মাধ্যমে সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো:আজিম উদ্দিন। 
     
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) সজিব আহমেদ, উপজেলা মৎসসম্পদ কর্মকর্তা দেবলা চক্রবর্তী, কোষাভাঙ্গা মৎস চাষ সমবায় সমিতির সদস্যবৃন্দ,সাংবাদিকবৃন্দ,প্রমুখ
     
একটি পিকআপভ্যানে করে উপজেলাও পৌর এলাকার বিভিন্ন মহল্লায় মাছ বিক্রি করা হচ্ছে। এতে সহযোগিতা করছে কোষাভাঙ্গা মৎস চাষ সমবায় সমিতি।উপজেলা মৎস কর্মকর্তা দেবলা বলেন, বিভিন্ন নদী,পুকুর,জলাশয় থেকে মাছ সংগ্রহ করে এসব বিক্রি করা হবে।যাতে করে উপজেলাতে মাছের চাহিদা পুরন হয়,কেহ যাতে কৃতিমতা সৃষ্টি করতে না পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত