ভাঙ্গায় পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার এক

  ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৯ অক্টোবর ২০২২, ১৯:০০ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ২১:০৫

ফরিদপুরে ১০৩ পিস ইয়াবা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে  ভাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃত  মোঃ মনির ফকির(৪২)সে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামের মৃত মান্নান ফকিরের ছেলে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম এই প্রতিবেদককে  জানান, গতকাল রাতে সাব-ইন্সপেক্টর তাহসানুল ইসলামের নেতৃত্বে এ.এস.আই সজল মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামে একটা বাগানে দুই ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ভাঙ্গা থানা পুলিশের ঐ টিম রাতে বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মোঃ মনির ফকির(৪২)কে আটক করতে সক্ষম হয়। এসময় অপর আসামি মামুন কাজী(৩২) পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে থেকে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা গ্রহন করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত