ভাঙ্গায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
প্রকাশ: ৮ মে ২০২২, ১৯:১৭ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৮:০২
ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো একটি বাল্য বিবাহ। অষ্টম শ্রেণির শিক্ষার্থীটি রক্ষা পেয়েছে বাল্যবিবাহের হাত থেকে। রবিবার উপজেলার হামিরদী ইউনিয়নের বড় হামিরদী গ্রামে বিয়ের আয়োজিত ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এস.এম.মোস্তাফিজুর রহমান।
এসিল্যাড জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন এক অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। সকালে আমি বিয়ে বাড়িতে উপস্থিত হই। পরে মেয়েটিকে তার বাবা ও হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত