ব্রহ্মপুত্র—মেঘনা ও শীতলক্ষা নদী রক্ষায় কাজ করবে সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটি

  প্রেস রিলিজ

প্রকাশ: ২১ জুন ২০২৩, ১৬:৫৪ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭

ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী। স্বাধীনতা যুদ্ধে নরসিংদী জেলার অবদান অসামান্য কিন্তু ক্রমবর্ধমান শিল্পায়নের ফলে নতুন করে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সময় এসেছে। ইতোমধ্যে অনিয়ন্ত্রিত কলকারখানার বর্জ্যের ফলে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী দখল ও দূষণে জর্জরিত। পাশাপাশি নিয়মিত মেঘনা নদীর ভাঙ্গন ভাবিয়ে তুলেছে নরসিংদী বাসীকে। জেলার মধ্য দিয়ে ছোট বড় নদী ও খালের সংখ্যা কমতে কমতে রয়েছে গোটা কতক, সবুজায়ন ধ্বংস করা হয়েছে নির্বিচারে। পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে জনসমর্থন তৈরি ও সচেতনতা তৈরীর জন্য সারা বাংলাদেশে কাজ করছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। গত ২০ জুন ২০২৩ ইং সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটির অনুমোদন দেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল। বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আল আমিন রহমানকে সভাপতি ও সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিতে ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নরসিংদী জেলার মধ্য দিয়ে প্রবাহিত শীতলক্ষা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন। সবুজায়ন বৃদ্ধি, খাল ও জলাশয় সংরক্ষণ, পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা তৈরি, শিশু ও নারী, কলকারখানা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ পরিবেশের জন্য ক্ষতিকর সকল কার্যক্রমকে প্রতিহত করার জন্য কাজ করবে নবগঠিত কমিটি।  কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন সিনিয়র সহ—সভাপতি — জিএম মাসুম, সহ—সভাপতি— মোঃ আনোয়ার হোসেন মোল্লা, সফিকুল ইসলাম রিপন, শাহাদাৎ হোসেন রাজু, মো. আল—আমিন সরকার, এম.এ কাইয়ুম,হারুন অর রশিদ [মনোহরদী], আফরোজা সুলতানা মিনা, বিশ্বনাথ পাল, আসাদুজ্জামান আসাদ [শিবপুর], যুগ্ম সাধারণ সম্পাদক — খন্দকার শাহীন, সুমন রায় [চ্যানেল আই], মো. রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক — মোঃ মনিরুজ্জামান, টুটুল শিকদার [নরসিংদী সদর], এম ওবায়দুল কবীর [মনোহরদী], সহ—সাংগঠনিক সম্পাদক— খন্দকার শাহনেওয়াজ [রায়পুরা], নাজমুল হাসান মোল্লা [পলাশ], তালহা মোল্লা[সদর], সহ—সাংগঠনিক, রেজাউল করিম[মোহনা টিভি], সম্পাদক— রফিকুল ইসলাম[সদর], দপ্তর সম্পাদক — আহসান হাবীব রোমান, সহ—দপ্তর সম্পাদক—আল—আমিন ব্যাপারী, অর্থ সম্পাদক—আব্দুল হামিদ, সহ—অর্থ সম্পাদক— রিজভী আহমেদ বিজয়, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক — আল—আমিন চৌধুরী, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক — তুহিন ভূঁইয়া, সহ—বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক—নাঈম আহমেদ,নারী বিষয়ক সম্পাদক— বীনা আক্তার [রায়পুরা] মোহনা টিভি, সহ—নারী বিষয়ক সম্পাদক — শাহনাজ পারভীন লিপি[সদর],সহ—নারী বিষয়ক সম্পাদক — তাছলিমা রহমান তাসমি [রায়পুরা],সহ—নারী বিষয়ক সম্পাদক — সুমাইয়া আক্তার শিমু[সদর], আইন বিষয়ক সম্পাদক — এডভোকেট আবুবকর কাজল, সহ—আইন বিষয়ক সম্পাদক — হুমায়ূন কবির, সহ—আইন বিষয়ক সম্পাদক — কাজী রুনা লায়লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক — রেজাউল করিম রাফি,সহ—প্রচার ও প্রকাশনা সম্পাদক —জাহিদ হাসান বায়েজীদ,শাখাওয়াত হোসেন সৈকত,তথ্য ও গবেষণা সম্পাদক — সফিকুল ইসলাম খাঁন[বেলাব], সহ—তথ্য ও গবেষণা সম্পাদক— সুমন আচার্য্য,শিক্ষা বিষয়ক সম্পাদক, — প্রফেসর মারুফ হোসেন, সহ—শিক্ষা বিষয়ক সম্পাদক — প্রফেসর বেলাল আহমেদ। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন,আলী হোসেন শিশির [সিআইপি],অধ্যক্ষ মোহাম্মদ আলী,ড. মশিউর রহমান মৃধা,প্রফেসর শেখ সাদী,প্রফেসর ইসমাইল হোসেন,এমদাদুল ইসলাম খোকন, মোঃ মকবুল হোসেন,ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম।

নবগঠিত কমিটিকে সবুজ আন্দোলন পরিচালনা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত