বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরকাদিমের পৌর ছাত্রদল নেতা মানিক নিহত
প্রকাশ: ৮ আগস্ট ২০২৪, ১৭:৪০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:১১
সরকার পতনের এক দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে ৫ই আগষ্ট বেলা ১০ঘটিকার সময় (সোমবার) ঢাকা শহীদ মিনার (চাংখার পুল) এলকায় মাথায় গুলি লেগে নিহত হয়েছেন মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব শারিক চৌধুরী মানিক।
বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন প্রথম থেকেই ঢাকায় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন শারিক।
নিহত শারিক চৌধুরী মানিকের বাড়ি মিরকাদিম পৌরসভার দক্ষিণ রামগোপালপুর এলাকার পুকুরপাড় মহল্লার ডেপুটি বাড়ি। শারিকের বাবার আনিছুর রহমান চৌধুরী বলেন, আমার ছেলের হত্যার বিচার চাই।
নিহত শারিক চৌধুরী মানিকের ছোট ফুপু জুবেদা নাজনিন চৌধুরী ভাতিজা শারিক চৌধুরী মানিকের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন ।
মিরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিমউদদীন আহমেদ বলেন, শারিক চৌধুরী মানিক ছিল মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য-সচিব। স্বৈরাচারের গুলিতে ঝরে গেল সারিকের মত মেধাবী তাজা প্রান।
গত ৫ই আগষ্ট (সোমবার ) রাত ১০ টায় রিকাবীবাজার ঈদগাঁহ মাঠে শারিরিকের জানাজা শেষে পারিবারিক কবর স্হানে তাকে দাফন করা হয় ।
জানাজার নামাজের আগে বক্তব্য রাখেন বিএনপি নেতা ওবাদুর রহমান বকুল, মিজানুর রহমান মিজান,শাহিন মাদবর,আল হেলাল রয়েল, তানজুর ইসলাম,আনোয়ার হোসেন আনু প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত