বেক্সিমকো ফার্মা থেকে পাপনের পদত্যাগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১৪:৪৩ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ১৬:০২

সংবিধান অনুযায়ী সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল থাকবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় অংশগ্রহণ করতে পারবেন না।

এই নিয়ম অনুযায়ী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। মন্ত্রিপরিষদে যোগদানের কারণে নিয়ম অনুযায়ী তাকে এ পদ থেকে সরে যেতে হলো।রোববার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়।

এর আগে কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হন নাজমুল হাসান। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে বঙ্গভবনে শপথ নেন তিনি।

শুধু মন্ত্রী  প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী নয়, রাস্ত্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সুপ্রিমকোর্টের বিচারক, মহাহিসাব রক্ষক, সরকাররের কর্ম কমিশনের সদস্যের বেলাও এই ধারা প্রযোজ্য।

 

সা/ই

 

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত