বুড়ইল ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৪, ১৫:১১ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:০৯

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে গরীব-অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ চাল বিতরণ উদ্বোধন করেন বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান। 

সেসময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মোসলেম উদ্দিন, সদস্য জিয়াউর রহমান মিন্টু, জোবায়ের আহমেদ, আব্দুল জোব্বার, রশিদুল আলম, মহিদুল ইসলাম বাবু, শংকর কুমার, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাইদুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য হাওয়া বিবি, ফেরদৌসী বেগম ও আঞ্জুয়ারা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১নং বুড়ইল ইউনিয়নের ২৪৪৯টি গরীব-অসহায় পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, অত্র ইউনিয়নের প্রকৃত গরীব-অসহায় পরিবারের তালিকা তৈরি করে এ চাল স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত