বিসিক শিল্পনগরীর ফ্যাক্টরিতে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০৯:৩৪ |  আপডেট  : ১৬ এপ্রিল ২০২৪, ০২:৫১

কেরানীগঞ্জ বিসিক শিল্প নগরীর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বিসিক শিল্পনগরীর প্রাইম প্যাকেজিং কোম্পানির ওই কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, রাত ২টা ২০ মিনিটে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এর আগে এরশাদ হোসেন বলেন, ‘শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

রাত ১ টা ৩০ মিনিটে ঘটনাস্থল থেকে কেরাণীগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, আগুনে হতাহতের এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। প্রিন্টিং কারখানাটির নিচতলার আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, দোতলার আগুন নিয়ন্ত্রণে ৫ টি ইউনিট কাজ করছে।  

আগুন লাগার সময় ভেতরে লোকজন কাজ করছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, এ মুহুর্তে বলতে পারছি না। একটু সময় লাগবে বিষয়গুলো জানতে। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত