বিশ্ব ট্রমা দিবস আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১১:৫৩ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৪৫

ফাইল ছবি

বিশ্ব ট্রমা দিবস প্রতি বছর ১৭ই অক্টোবর পালন করা হয়। ট্রমা বলতে বোঝায়, শরীরে বা মনে সৃষ্ট কোন আঘাত। যেমন— পথ দুর্ঘটনা, আগুন লাগা, পুড়ে যাওয়া, হিংস্রতা, নারী, শিশু ও বয়স্কদের প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন। এরকম বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের চিকিৎসা ও সেবায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত হয়। আহত হয় পাঁচ কোটিরও বেশি মানুষ। উন্নয়নশীল দেশে ৫০ শতাংশ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। আহত মানুষের সেবা নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিশ্ব ট্রমা দিবস পালন করছে। দুঃখের বিষয় হল বাংলাদেশ সহ আরো কিছু দেশে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনেই সীমাবদ্ধ থাকে দিবসটি।

বিশ্ব ট্রমা দিবস ২০১১ সালে ভারতের নয়া দিল্লিতে শুরু হয়েছিল৷ ভারতে সড়ক দুর্ঘটনার ফলে প্রতিদিন ৪০০ জনেরও বেশি মানুষ মারা যায়৷ তাদের দেশে এবং বিশ্বের অন্যান্য দেশে এই সংখ্যা হ্রাস করার উপায় হিসাবে বিশ্ব ট্রমা দিবস তৈরি করা হয়েছিল।

বিশ্ব ট্রমা দিবসে, সারা বিশ্বে জরুরী কর্মীরা ট্রমাজনিত ইভেন্টের সময় অন্যদের কীভাবে সহায়তা করতে হয় সে সম্পর্কে শিক্ষা প্রদান করে। ভারতের মতো কিছু দেশ ভালো সামারিটান আইন তৈরি করেছে যাতে দর্শকরা আইনি ঝামেলার ভয় ছাড়াই সহায়তা দিতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত