বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স টানা পাঁচ ম্যাচ পর জয়, গ্রিজম্যানের জোড়া গোল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০৬ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৫

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স টানা পাঁচ ম্যাচ পর জয় পেয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ বাছাইয়ে টানা হোঁচটের পর গ্রিজম্যানের জোড়া গোলে জয়ের ধারায় ফিরলো দিদিয়ের দেশমের শিষ্যরা। ফিনল্যান্ডকে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে বিশ্বকাপ বাছাইয়ের ‘ডি’ গ্রুপের ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। গোল দুটি আসে অঁতোয়ান গ্রিজম্যানের পা থেকে।

নিজেদের ঘরের মাঠে আধিপত্য বিস্তার করেই খেলেছে ফ্রান্স। পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বলের দখল ছিল তাদের। ২০টি প্রচেষ্টার মধ্যে ছয়টি ছিলো লক্ষ্য বরাবর, দুটিতে মিলেছে গোল। অন্যদিকে ফিনল্যান্ড শট নিতে পারে মাত্র দুটি।

ম্যাচের ২৫তম মিনিটের সময় করিম বেনজেমার এসিস্টে প্রথম গোল করেন গ্রিজম্যান। তবে ২২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে প্রথম ভালো সুযোগ পায় তারা। ডি-বক্সে গ্রিজমানের বাড়ানো বলে করিম বেনজেমার শট কর্নারের বিনিময়ে ফেরান ফিনল্যান্ডের গোলরক্ষক। 

৩৯তম মিনিটে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে বেনজেমার নেওয়া শট ঠেকান ফিনল্যান্ডের এক ডিফেন্ডার। দুই মিনিট পর পল পগবার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যেতে হয় স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৮ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার বেনজেমার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে বাড়ান লিও দুবে। চতুর ফিনিশিংয়ে ফিনল্যান্ডের গোলরক্ষককে ফাঁকি দেন গ্রিজম্যান। এ জোড়া গোলের সুবাদে জাতীয় দলের হয়ে গ্রিজম্যানের গোল হলো ৪১টি। ম্যাচ খেলেছেন ৯৮টি। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিশেল প্লাতিনির সঙ্গে যৌথভাবে তিন নম্বরে এখন গ্রিজম্যান।

এরপর ৭০তম মিনিটে আরেকটি সুযোগ পান গ্রিজমান। কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি। 

ফিনল্যান্ডকে হারিয়ে ছয় ম্যাচে ৩ জয় ও ৩ ড্রতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। এক ম্যাচ কম খেলে পাঁচ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইউক্রেন। আর চার ম্যাচ খেলা ফিনল্যান্ডের অবস্থান তৃতীয়, তাদের পয়েন্ট ৫।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত