বিশ্ব আদালতে গণহত্যার বিচারের মুখোমুখি হবে ইসরায়েল
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১১:৪৩ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৯:০২
ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার জন্য দক্ষিণ আফ্রিকার দায়ের করা অভিযোগে মামলার শুনানির দিন ধার্য করেছে করেছে জাতিসংঘের অন্যতম অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। গত ৩০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা এ মামলাটি করেছিল। আইসিজের ঘোষণা অনুযায়ী, ১১ এবং ১২ জানুয়ারি এ মামলার শুনানি হবে।
এদিকে গাজায় গণহত্যার অভিযোগের বিরুদ্ধে বৃহস্পতিবার জাতিসংঘের শীর্ষ আদালতে ইসরাইল নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত। কারণ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমবারের মতো কিছু ডানপন্থী মন্ত্রীদের স্থায়ীভাবে থাকার আহ্বান জনসমক্ষে প্রত্যাখ্যান করেছেন। বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নয়, তারা শুধুমাত্র গাজা উপত্যকার স্থায়ী দখলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। (রয়টার্স)
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত