বিয়ের দাবিতে সেনা সদস্য প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ৩ নভেম্বর ২০২২, ০৭:৫৬ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৪

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামের সেনা সদস্য শৈশব বালা (২৫) নামের এক প্রেমিকের বাড়ীতে বিউটি হালদার (২২) নামের এক ষোড়শীর অনশন চলছে। 

প্রেমিক সেনা সদস্য শৈশব ডাসার উপজেলার দক্ষিণ চলবল গ্রামের দুলাল চন্দ্র বালার ছেলে। এদিকে প্রেমিকা বিউটি হালদার পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার বাবুল হালদারের মেয়ে বলে জানা গেছে।

অনশনরত বিউটি হালদার সাংবাদিকদের জানান- গত দুই বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শৈশবের সাথে পরিচয় হয় এরপর থেকে শৈশব তাকে বিভিন্নভাবে প্রেম নিবেদন করতে থাকার এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠোর পর থেকেই বিয়ে প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারিরীক সম্পর্ক করে এক পর্যায়ে বিউটিকে বিয়ে করতে অস্বীকার করলে বিষটি পারিবারিক ভাবে জানাজানি হয়ে গেলে উভয়ের পরিবার দুজনের বিয়ে দিবে মর্মে সেনা সদস্য শৈশবের পরিবার থেকে ৮ মাস সময় নিয়ে উক্ত সময়ের মধ্যে শৈশব ও তার পরিবারের লোকজন বিউটির পরিবারের কাছে মোটা অংকের যৌতুকের দাবী করে নয়তো বিয়ে হবেনা বলে সাফ জানিয়ে দিয়ে  বিউটি ও তার পরিবারের সাথে কোন প্রকার যোগাযোগ না করা হলে  ২ নভেম্বর ২০২২ সকালে শৈশবের বাড়িতে আসে বিউটি, বাড়ীতে আসার পর বিউটিকে ঘরের মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে শৈশবের বাবা,মা ও তার ভাই মারধর করে বলে জানিয়েছেন ভুক্তভোগী বিউটি। 

এই বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার জন্য শৈশবের ফুপু যমুনা বলেন - বিউটি ও শৈশবের বিয়ে দেয়ার বিষয়টি আমরা জানি তবে আমাদের দাবী না মানলে এই বিয়ে হবেনা। 

দক্ষিন চলবল গ্রামের সাবেক মেম্বার বালুল জানান - বিউটির সাথে শৈশবের বিয়ের চুরান্ত হয়ে আছে তবে এখন কেন শৈশবের পরিবার এই বিয়েতে গড়িমসি করেছে তা বুঝতে পারছিনা,  কথা দিয়ে কথা না রাখা তো মোটেও ভালো কথা নয়। 

এই বিষয়ে দক্ষিণ চলবল গ্রামে শৈশবের বাড়ির পাশের লোকজন জানান, তারা বিউটির চিৎকারের শব্দ পেয়েছেন। 

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুলাল তালুকদার মুঠোফোনে জানান বিউটি ও শৈশবের বিয়ের হওয়ার বিষয়টি তিনি জানেন তবে এখনো বিয়ে না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

ডাসার থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান জানান, পুলিশ পাঠিয়েছি  মেয়েটিকে উদ্ধার পূর্বক অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত