বিমানের সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:২০ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৫
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে এ ডাক টিকিট অবমুক্ত করেন।
প্রধানমন্ত্রী প্রকাশিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ, উদ্বোধন খাম উন্মোচন এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন। স্মারক ডাকটিকিটের মূল্য ১০ টাকা।
ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ দুই মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত