বিদ্যুৎ বাঁচাতে রমনায় সাউন্ডবাংলা’র ঈদপূর্ণমিলনী
প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১৫:১৮ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯
বিদ্যুৎ বাঁচাতে রমনায় সাউন্ডবাংলা’র ঈদপূর্ণমিলনী-পল্টনাড্ডা-১১৪ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংস্কৃতিকধারার পুরস্কার ভিত্তিক সাউন্ডবাংলা-পল্টনড্ডা নিয়মিত গত ১০ বছর ধরে হয়ে আসছে পুরানা পল্টনস্থ সাউন্ডবাংলা কার্যালয়ে। কিন্তু এবার সরকার বিদ্যুৎ বাঁচানোর ঘোষণা দেয়ায় রমনা বটমূলে ২০ জুলাই এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিকধারার সহ-সভাপতি ছড়াকার আলতাফ হোসেন। গান পরিবেশন-আবৃত্তি এবং স্বরচিত লেখা পাঠে অংশ নেন কথাশিল্পী শান্তা ফারজানা, কন্ঠশিল্পী-কবি বিমল সাহা, কবি ও সংগঠক ওয়াজেদ রানা, সব্যসাচি লেখক-কলামিস্ট মোমিন মেহেদী, দিঠি আলম প্রমুখ।
এসময় মুক্ত আলোচনায় লেখক-কবি-শিল্পীবৃন্দ বলেন, নির্মম যুদ্ধরত রাশিয়া-ইউক্রেন সংকট থেকে বাঁচতে ও বাঁচাতে লেখক-সাহিত্যিক-সাংবাদিকদের যুদ্ধবিরোধী সাহিত্য সম্মেলন করা প্রয়োজন। সেই সাথে যুদ্ধ বিরোধী লেখাও বাড়ানো উচিৎ। যুদ্ধ বিরোধী লেখা নিয়ে সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক প্রকাশিত হবে। সর্বস্তরের লেখক-কবিগণ লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে mominmal@gmail.com - এ। প্রকাশিত লেখার মধ্য থেকে ১ লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে বলেও জানানো হয় সাউন্ডবাংলা-পল্টনাড্ডায়। এসময় অতিথিদের হাতে ‘স্বপ্নালোক’-এর চলতি সংখ্যা তুলে দেন প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার পক্ষ থেকে কবি ওয়াজেদ রানা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত