বিজয়ের মাসে ইতালির ত্রেভিজো বাংলা স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  

  জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ  

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:৪০ |  আপডেট  : ২ মে ২০২৪, ১৬:৫৭

বিজয়ের মাস ডিসেম্বর। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের বিজয় । দিবসটিকে সম্মান জানিয়ে ইতালির ত্রেভিজো বাংলা স্কুল আয়োজন করে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা । তিনটি বিভাগে ভাগ করে ক, খ গ গ্রুপে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।  শিক্ষার্থীরা রং পেন্সিলে তুলে ধরেন মুক্তিযুদ্ধ, সৃতিসৌধ ও লাল সবুজের পতাকা।  

সে সময় শিক্ষার্থীদের চিত্রকর্ম পরিদর্শন করেন ভেনিসের কয়েকজন বিশিষ্ট ব্যাবসায়ী মোস্তাক আহমেদ, সায়েখ আহমেদ, মোবারক হোসাইন ,  সুমন সরকার।ঐ সময় তারা শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রি তুলে দেন।সে সময় উপস্থিত ছিলেন ত্রেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল, সহ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জনাব তৈয়ব আলী, সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক সোহেল, ক্রীড়া সম্পাদক হেলাল চৌধুরী, সহ ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা সম্পাদক মিরাজ হোসেন শিক্ষিকাঃ কামরুন নাহার তুলি, মুকুল আক্তার, সাথী আক্তার, সুইটি দেবনাথ, হুমায়ারা আজমির, রিয়া হোসেন, তানজিনা আক্তার রুনু প্রমূখ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত