বিকল বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন, তিন ঘন্টা পর উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ সচল

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৪ জুন ২০২৪, ১৮:০১ |  আপডেট  : ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৮

চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে ট্রেন বিকল হওয়ার প্রায় তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহার জংশন স্টেশন ও আত্রাই স্টেশনের মাঝে বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় ট্রেনটির পেছনের ‘ক’ বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটির যান্ত্রিক ত্রুটির কারনে প্রায় তিন ঘন্টা বন্ধ ছিল উওরবঙ্গের সাথে ঢাকা, খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ। এরপর দুপুর সাড়ে ১২ টার দিকে এই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সান্তাহার রেলওয়ে কারিগরি বিভাগ সূত্রে জানাযায়, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে পৌছার পর ট্রেনটি রাজশাহী অভিমুখী ছেড়ে যায়। এরপর সান্তাহার-আত্রাই স্টেশনের মাঝ পথে বড়বড়িয়া নামক স্থানে ট্রেনটির পেছনের ‘ক’ বগির স্প্রিং সকাপ ভেঙে  যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়। প্রায় দেড় ঘন্টা পড় সমস্যা জনিত বগিটিকে সেই স্থানে  রেখেই বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। আর  ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য প্রায় তিন ঘন্টা পর সান্তাহার থেকে বিকল্প ইঞ্চিন এসে উদ্ধার করে নিয়ে যায়। এতে এই রুটে তিন ঘন্টা রেলযোগাযোগ বন্ধ ছিল।সান্তাহার জংশন স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ নং বগির নিচে স্প্রিং সকাপ ভেঙ্গে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেয়েছিল। বিকল বগিটি উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত