বিএনপি জামাতের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা- চিফ হুইপ
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১৬:১৬ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৪:১৭
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ছাত্রদের কোটা আন্দোলন আমাদের সরকারে সবারই এদিকে দৃষ্টি ছিল। পরবর্তিতে জামাত বিএনপি এটাকে অন্য রূপে নিয়ে এই নাশকতা করেছে এবং বিএনপি জামাতের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা। গোয়েন্দা নজরধারীর কারনে আমাদের প্রধানমন্ত্রী, গণভবন ও আমাদের সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করা সম্ভব হয়েছে।
সোমবার সকালে মাদারীপুরে বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের তাদন্ডবে ক্ষতিগ্রস্থ স্থাপনা পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, পুলিশ ফাড়ী, পুলিশ বক্স, জেলা আওয়ামীলীগের অফিস, সার্বিক পেট্রল পাম্প, সার্বিক বাস ডিপো পরিদর্শন করে। পরিদর্শনকালে সাথে ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সাংসদ তাহমিনা বেগম, জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, মাদারীপুর পুলিশ সুপার মো. শফিউর রহমান, মাদারীপুর ও শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত