বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১০ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ২০:৩৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব মো: মোজাফ্ফর রহমান আলমের সভাপতিত্বেএই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপি নেতা সৈয়দ নাছির আহম্মেদ মালেক, ডা: হাবিবুর রহমান. বিএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু, খাইরুল আজাদ আরজু, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: সুজন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিলুর রহমান, মহিলা দল নেত্রী শিরিনা হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোলা আতিকুর রহমান রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মানুষ ভাল নেই। দেশের মানুষকে ভাল রাখতে গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে নিয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত