বিএনপির আলটিমেটাম গোলাপবাগ গরুর হাটে মারা গেছে: কাদের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৪ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৩:৫৩

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ৪৮ ঘণ্টার যে আলটিমেটাম দিয়েছিলেন সেটার কী হলো জানতে চেয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আলটিমেটাম গোলাপবাগ গরুর হাটে মারা গেছে বলে মনে করেন তিনি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তির পাশাপাশি দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠনোর আহ্বান জানিয়ে আলটিমেটাম দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে সেই সময় পার হয়ে গেছে। এখনো বিএনপি এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি।

বিএনপির সেই আলটিমেটামের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ৪৮ ঘণ্টার আলটিমেটামের কী হলো। এর ফলাফল কী?’ এ সময় তিনি দাবি করেন, গত বছর ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে গরুর হাটে বিএনপির আলটিমেটাম মারা গেছে।

নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন, ভয় দেখায় মির্জা ফখরুল- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘নিষেধাজ্ঞাকে ভয় করলে বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করতে পারতেন না। নিষেধাজ্ঞাকে কেউ ভয় করলে বাংলাদেশের অগ্রযাত্রা, সোনালি অর্জন সেগুলো হতো না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নির্বাচন কীভাবে হবে সেটা নির্ধারণ করবে সংবিধান। আমরা তত্ত্বাবধায়ক মানি না। তত্ত্বাবধায়ক এখন মরা লাশ, ওই লাশ এখন আমাদের দিয়ে লাভ নেই। এই বাংলাদেশে ওই তত্ত্বাবধায়কের ইতিহাস জানা আছে।’

কাদের বলেন, ‘১৫ বছর আগের বাংলাদেশ, ১৫ বছর পরে বাংলাদেশ, ১৫ বছর আগের এই ঢাকা শহর, ১৫ বছর পরের এই ঢাকা শহর, এলিভেটেড এক্সপ্রেসের আলোতে ঝলমল। কী পরিবর্তন তাকিয়ে দেখুন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগামী মাসে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলবে। কী অপূর্ব সুন্দর ঢাকা শহর। এই রূপান্তরের রূপান্তর কে? সংকটকে সম্ভাবনা রূপ দিয়েছে কে? আমাদের সাহস, আমাদের স্বপ্নের বর্ণিল ঠিকানা, কে তিনি? শেখ হাসিনা।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল এমপি প্রমখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত