বিআরটিএ ময়মনসিংহ কতৃর্ক ঈদ যাত্রা উপলক্ষে মনিটরিং ও মোবাইল কোর্ট কার্য্যক্রম অব্যাহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৮:৫৩ |  আপডেট  : ১ এপ্রিল ২০২৫, ১৫:১৭

আজ নগরীর বিভিন্ন পয়েন্টে বিআরটিএ ময়মনসিংহ বিভাগীয় ভ্রাম্যমান আদালত-১৯ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব ইফফাত হাশেম কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ০৬ টি  মামলায় মোট ১৫,০০০/- পনের হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং মোবাইল কোর্ট প্রতিদিন চলমান থাকবে।

যাত্রী সাধারনের নির্বিঘ্নে ঘরে ফেরার ক্ষেত্রে কোন অসুবিধা যেন না হয় সেলক্ষ্য সর্বদা কার্যক্রম মনিটরিং এর আওতায় থাকবে। বিআরটিএ সদর কার্যালয়ের মাননীয় চেয়ারম্যান  মহোদয়ের নির্দেশনায়  ময়মনসিংহ জেলা কার্যালয় কতৃর্ক ঈদ যাত্রায় নিবিঘ্নে যাত্রী পরিবহনের জন্য সার্বক্ষনিক মনিটরিং কার্যক্রম গ্রহন করছে।

আজ বেলা ১১. টায় নগরীর আন্তঃজেলা পাটগুদাম ব্রিজ টার্মিনাল,টাঙ্গাইল বাসস্ট্যান্ড,মাসকান্দা বাসস্ট্যান্ড এক অভিযান পরিচালনা করেন।
ঈদ যাত্রায় নির্বিঘ্নে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ী ফিরছেন। পরিদর্শনকালে বাস চালক, যাত্রীদের সাথে কথা বলে কোন অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়।

যাত্রী সাধারন স্বস্তি প্রকাশ করছে তারা কোন অতিরিক্ত ভাড়া দিচ্ছে না। বিআরটিএ কতৃর্ক নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে।এবারের ঈদে যানজট কম থাকায়  মানুষজন নিরাপদে বাড়ী  ঘরে  ফিরতে পারছে বলে স্বস্তি প্রকাশ করছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত