বাহরাইনকে ইরানের হুঁশিয়ারি
প্রকাশ: ২ অক্টোবর ২০২১, ০৭:৪৭ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৪:৪৫
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বাহরাইনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু বয়ে আনবে না। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ যখন বাহরাইন সফর করছেন তখন তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন সফরের নিন্দা জানিয়ে আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদী মন্ত্রীকে স্বাগত জানিয়ে বাহরাইনের শাসকগোষ্ঠী নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। গতকাল (শুক্রবার) আব্দুল্লাহিয়ান সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার একাউন্টে এসব কথা বলেছেন। তিনি সুস্পষ্ট করে বলেন, ইরান একমাত্র ফিলিস্তিনি নামে রাষ্ট্রকে স্বীকৃতি দেয় যার রাজধানী পবিত্র বায়তুল মুকাদ্দাস।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বাহরাইন সফরে যান এবং তিনি দেশটির রাজা হামাদ বিন ঈসা আলে খলিফাসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া, বেশকিছু চুক্তিও সই করেন। এ সফরে তিনি মানামায় ইসরাইলের দূতাবাস উদ্বোধন করবেন বলেও কথা রয়েছে। লাপিদের সফরের বিরুদ্ধে বাহরাইনে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। ফিলিস্তিনের হামাসসহ মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলো এই সফরের নিন্দা জানিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত