বাল্যবিবাহ প্রতিরোধে মেহেরপুরে এনসিটিএফ'র কর্মশালা

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: 

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ১৫:৩৪ |  আপডেট  : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৭

ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ এর উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে শিশু, তরুণ এবং অভিভাবকদের করণীয় শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি কার্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি ফাহিম রুমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এনসিটিএফ এর সভাপতি কাওছার আহমেদ ও জেলা এনসিটিএফ'র যুগ্মসাধারণ সম্পাদক নওরীন জাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন অরণ্য, এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাবেক সভাপতি মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার এসএম মেহেরাব হোসেন, মেহেরপুর সদর উপজেলা এনসিটিএফ এর সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, মেহেরপুর জেলা এনসিটিএফ'র সাধারণ সম্পাদক নুসরাত শারমিন, মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির ডেপুটি ডিরেক্টর কামরুল আলম।

এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাবেক শিশু গবেষক সায়মুন ইসলাম এনসিটিএফ সদস্য নিরব, পুলক, র‍্যামী,সপ্তমী, রাফি জেলা এনসিটিএফ'র ভলেন্টিয়ার এস এম আব্দুল মান্নাফ সহ এনসিটিএফ সদস্যবৃন্দরা।

উল্লেখ্য ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত এনসিটিএফ এর মূল লক্ষ্য সারাদেশে শিশুদের অধিকার প্রতিষ্ঠা করা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত