গুলশান-২ এ আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায়

বার্ন ইউনিটে আরও দুজন ভর্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৯ |  আপডেট  : ৮ এপ্রিল ২০২৪, ০৯:৩১

গুলশান-২ এ আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে আরও দুজন ভর্তি হয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টি সার্জারি ইনস্টিটিউটে। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া ২টার দিকে তাদের সেখানে ভর্তি করা হয়।

অগ্নিদগ্ধ দুজন হলেন মোশা সিকদার (৩৩) ও রওশন আলী (৩৫)।

রওশন আলী সাভার উপজেলার আশুলিয়ায় নিউ এজ গ্রুপের একটি পোশাক কারখানায় ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি থাকেনও আশুলিয়ায়।

বিজ্ঞাপন


রওশন রবিবার (১৯ ফেব্রুয়ারি) গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ওই ভবনে অগ্নিকাণ্ডের আগে ভবনটির ১০ তলার বাসিন্দা এবং কারখানাটির এমডি আরিফের বাসায় স্যাম্পল দিতে গিয়েছিলেন। আর মোশা সিকদার হলেন এমডি আরিফের গাড়িচালক। তিনি থাকেন রাজধানীর কুড়িলে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসব তথ্য জানান তারা দুজন।

বার্ন ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার নুরে আলম বাবু জানান, গুলশানের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে দুজন ভর্তি হয়েছেন। তাদের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত