বাগেরহাট জেলা পরিষদের আয়োজনে ছাত্রছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান
প্রকাশ: ১১ মে ২০২২, ১৩:৩২ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২২:৪৯
বাগেরহাট জেলা পরিষদ এর আয়োজনে জেলার এস.এস.সি/সমমান ও এইচ. এস. সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ গরীব-মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ২০২০-২০২১ অর্থবছরের এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। জেলার ৩১২ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ৩০০০ টাকা করে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা কামর“জ্জামান টুকু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা,বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক আহাদউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। এসময়ে অতিথিবৃন্দ গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তির টাকা তুলে দেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত