বাগেরহাটে ৫০ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৯ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০০:২৯
বাগেরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা সমাজসেবার আয়োজনে ও শহর সমাজসেবার সার্বিক সহায়তায় শহর সমাজসেবার কম্পিউটার ল্যাবে প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আজিজুর রহমান।
শহর সমাজসেবা অফিসার এস, এম, নাজমুছ সাকিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা উপ-পরিচালক এস, এম, রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা সহ-কারী পরিচালক মোস্তফা গিয়াসউদ্দিন, এনজিও সমš^য় পরিষদ সভাপতি কল্লোল সরকার প্রমুখ। বাগেরহাটের বিভিন্ন উপজেলার ৫০ জন শিক্ষিত যুবক-যুবতীকে ৫০ দিন ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত