বাগেরহাটে ২৪ ঘন্টায় আরও ৮৬ জন আক্রান্ত, একজনের মৃত্যু

প্রকাশ: ২১ জুন ২০২১, ১৯:৫৩ | আপডেট : ১২ মে ২০২৫, ১৯:৪২

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ২০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে একজন। এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ২ হাজার ৬৩৬ জনে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬ জন। শনাক্তের হার পৌছেছে ৪২ দশমিক ৭৮ শতাংশে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮৩৯ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীণ রয়েছেন ৭৩০ জন। সোমবার (২১ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ২০১ জনের নমুনা পরীক্ষায় বাগেরহাটে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার দাড়িয়েছে ৪২ দশমিক ৭৮ শতাংশে। তার মানে গতকালের থেকে শনাক্তের হার প্রায় ৮ শতাংশ বেশি। এই অবস্থায় আরও কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জনগণের প্রতি আহবান জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত