বাগেরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মূলহোতা ফরিদসহ গ্রেফতার ৯

  হেদায়েত হোসাইন,বাগেরহাট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১৯:০৭ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২২:১০

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুঁইয়া হত্যার ঘটনায়  জড়িত মুলহোতা পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী ফরিদ শেখসহ ৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত এক রাউন্ড গুলি ভর্তি পিস্তলটি। শনিবার গভীর রাতে বাগেরহাট পুলিশ পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। পুলিশের কাছে ফরিদ শেখ গুলি করে তানু ভুঁইয়াকে হত্যার কথা স্বীকার করেছে।  মূলহত্যকারী ফরিদ শেখসহ ওই আসামীরা শনিবার রাত থেকে ফরিদেও ফুফুর বাড়ি ইন্দুরকানীর বালিডাঙ্গার একটি ঘরে অবস্থান করছিল। রবিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসবিফিং করে পুলিশ সুপার  কে এম আরিফুল হক এসকল তথ্য জানান।

পুলিশ সুপার জানান ,শনিবার রাতে শহরের বাসাবাটি পদ্মপুকুর মোড়ে নুরে আলম তানু ভুঁইয়াকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী কানিজ ফাতেমা রাখী বাদি হয়ে রবিবার রাতে ১৭ জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল  থানায় মামলা দায়ের করেছিল। পুলিশ এই হত্যা মামলায় এজাহার নামীয় ৮ আসামীসহ মোট নয়জনকে সল্প সময়ের মধ্যে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত এই ৯ জনের মধ্যে কবির ছাড়া সবাই হত্যা মামলার এজহারভূক্ত আসামী। হত্যা মামলার অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে রয়েছে কিলিং মিশনে অংশ নেয়া প্রধান ঘাতক ফরিদ শেখ (২৮) মনির (২৬), রাতুল (২৭), সিরাজুল (২৭), আলআমিন  (৩০), সুমন ((২৬), সোহাগ (২৫), মুকুল শেখ (৫৩) ও কবির (৫০)।  এদের মধ্যে সোহাগ এর বাড়ি শহরতলীর কাড়াপাড়া এলাকায় অন্য সবার বাড়ি বাগেরহাটের বাসাবাটি এলাকায়। 

পুলিশ সুপার কে এম আরিফুল হক আরো বলেন, শুক্রবার (১১ নভেম্বর) রাতে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নুরে আলম তানু ভুঁইয়া নিহত হয়। বাগেরহাট পুলিশ তথ্যপ্রযুক্তির সহয়তা নিয়ে অভিযান চালিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রধান ঘাতক ফরিদ শেখসহ ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

এদিকে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে মডেল থানায় অপর একটি মামলা দায়ের হয়েছে। বাগেরহাটে এর আগেও এক ব্যবসায়ীকে গুলি করা হয় তার পর পুলিশ চারটি  অস্ত্র উদ্ধার করেছিল এর পর ১১ নভেম্বর শহরে হত্যাকান্ডে অন্ত্রের  ব্যবহার হলো । আইনশৃখলার এ অবনতির কারনে পুলিশ জেলা ব্যাপী অবৈধ্য অস্ত্র উদ্ধারের কোন অভিযান করবে কিনা এমন প্রশ্ন করা হলে পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন আমাদের পুুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে, বিশেষ অভিযানের প্রয়োজন নেই। 

এদিকে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুঁইয়া হত্যাকান্ডের প্রতিবাদে জেলা বিএনপি চার দিনের ঘোষিক কর্মসুচি চলাকালে রবিবার সকালে জেলা বিএনপির নের্তৃত্বে দলীয় নেতাকর্মীরা কালোব্যাচ ধারন করে শহরের পুরাতন বাজার মোড়ে বিক্ষোভ মিছিল করে। পরে সমাবেশ শুরু করলে পুলিশের বাধায় তা ভন্ডুল হয়ে যায়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত