বাগেরহাটে সাত সেরা করদাতাকে সম্মাননা প্রদান

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ২১:০০ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ১৫:৩৮

বাগেরহাটে সাত জন করদাতাকে সেরা করদাতা সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে কর অ ল খুলনা‘র অধীনস্থ সার্কেল-১৪, বাগেরহাটের আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। উপ কর কমিশনার নীলাক্ষি রতন মন্ডল সম্মাননা প্রাপ্তদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। 

সম্মাননা প্রাপ্তরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকার শেখ আছলাম আলী, চিতলমালী উপজেলার আড়ুয়াবর্নি এলাকার মোঃ আনিসুর রহমান, বাগেরহাট সদর উপজেলার নাগের বাজার এলাকার শেখ ইদ্রিস আলী, সরুই এলাকার পপি আক্তার, ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর এলাকার চিন্ময় বিশ্বাস, আট্টাকী এলাকার রতন কুমার রায়, বাগেরহাট সদর উপজেলার মেইনরোড এলাকার শংকর কুমার সেন। 

এদের মধ্যে সর্বোচ্চ করদাতা শেখ আছলাম আলী, ১ কোটি ১৬ লক্ষ ৮১ হাজার ৯৮৯ টাকা, ২য় সর্বোচ্চ করদাতা মোঃ আনিছুর রহমান ১ কোটি ৫ লক্ষ ৩২ হাজার ৫৩৪ টাকা এবং ৩য় সেরা করদাতা শেখ ইদ্রিস আলী ২৭ লক্ষ ৩২ হাজার ২৫৭ টাকা কর দিয়েছেন। এছাড়া ৫ লক্ষ ৭০ হাজার ৫৬৭ টাকা দিয়ে  একমাত্র নারী সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়ছেন পপি আক্তার নামের এক ব্যবসায়ী। 

টাকার অংকে বেশি এবং নিয়মিত করপ্রদানে উৎসাহ দিতে জাতীয় রাজস্ব বিভাগ প্রতি বছর সেরা করদাতাদের সম্মাননা প্রদান করে থাকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত