বাগেরহাটে সাংবাদিকদের মাঝে কল্যান ট্রাষ্টের অনুদানের চেক বিতরণ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১ জুন ২০২১, ১৯:৫১ |  আপডেট  : ৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮

বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীদের মাঝে সাংবাদিক কল্যান ট্রাষ্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০১ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুদানপ্রাপ্ত সাংবাদিকদের হাতে এই চেক তুলে দেন তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের যগ্ন সচিব এস.এম মাহফুজুল হক। এসময় বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ মেহেদী হাসান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসেনসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি নিহার রঞ্জন সাহাকে ২ লক্ষ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার ৫০ হাজার, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ষ্ট্যাফ রিপোর্টার সাহেব আলী ৫০ হাজার, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শেখ শওকত আলী আশরাফী ৫০ হাজার এবং ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি অলীপ কুমার ঘটক এক লাখ টাকার চেক গ্রহন করেন। পরে দৈনিক সংবাদের প্রায়ত প্রতিনিধি মরহুম মুজিবুর রহমানের স্ত্রী মনোয়ারা রহমানে হাতে দুই লক্ষ এবং এশিয়ান বানীর প্রতিনিধি প্রয়াত এস এম জাকারিয়া মাহমুদের স্ত্রী লতিফা বেগমের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন অতিথিগণ।

এছাড়াও ডেইলি ইন্ডিপেনডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি মোজাফ্ফর হোসেন এক লাখ টাকা, পিটিবিনিউজ.কমের শরণখোলা প্রতিনিধি সান্তানুর রহমান এক লক্ষ টাকা এবং সমকাল পত্রিকার মোংলা প্রতিনিধি মনিরুল হায়দার ইকবাল ৫০ হাজার টাকা সাংবাদিক কল্যান ট্রাষ্টের আর্থিক সহায়তা পেয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত