বাগেরহাটে শিল্পোদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১৯:৩৫ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৬:১৪
বাগেরহাটে শিল্পোদ্যোক্তা তৈরি ও উন্নয়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কনসিসটেন্ট সার্টিফিকেশন সার্ভিস লিঃ (সিসিএসবিডি)নামের একটি প্রশিক্ষন প্রতিষ্ঠানের বাগেরহাট সদর উপজেলার কালদিয়া এলকায় মাহমুদা খানম এ্যাগ্রো ফার্ম নামের একটি প্রতিষ্ঠানে এই প্রশিক্ষন হয়। উদ্যোক্তা তৈরির জন্য প্রয়োজনীয় কলাকৌশল বিষয়ক প্রশিক্ষন প্রদান করেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষন ইনস্টিটিউটের সাবেক প্রশিক্ষক মোঃ মোফাজ্জেল হোসেন, সিসিএসবিডি‘র ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ।
প্রশিক্ষন প্রদান শেষে প্রশিক্ষনার্থীদের সনদ পত্র বিতরণ করা হয়। দিনব্যাপি প্রশিক্ষনে বাগেরহাট এবং খুলনার ১২০ জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহন করেন।এই প্রশিক্ষনের প্রশিক্ষনার্থীদের নতুন প্রকল্প শুরুর আগে করনীয়, প্রজেক্ট প্রকল্প তৈরি, ঋণ প্রাপ্তির পদ্ধতিসহ বিভিন্ন বিষয় শেখানো হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত