বাগেরহাটে রক্তদাতাদের ব্যতিক্রমধর্মী মিলন মেলা অনুষ্ঠিত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১০:২৮ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭

বাগেরহাটে স্বেচ্ছায় রক্ত দানকারীদের এক ব্যতিক্রমধর্মী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ ) দুপুরে শহরের এসিলাহা মিলনায়তনে বাগেরহাটে জেলা ব্লাড ব্যাংকের উদ্যোগে এই মিলন মেলা আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকার স্বেচ্ছায় রক্তদাতারা আসতে থাকেন। একে একে বিভিন্ন জায়গায় থেকে আসা সহস্রাধিক রক্তদাতাদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় এসি লাহা চত্বর। পরে জেলা ব্লাড ব্যাংকের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফর হোসেন, বাগেরহাট জেলা হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা প্রবীন রায়, জেলা ব্লাড ব্যাংকের সহ- সভাপতি জাহিদুল ইসলাম, অলিউজ্জামান অলি, রক্তদাতা সংগঠন আলোর পথের পরিচালক আবু-বক্কার সিদ্দিক প্রমুখ। আলোচনা সভা শেষে অসহায় দুই ব্যক্তির মাঝে সংগঠনের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়।

এদিকে ব্যতিক্রমধর্মী এমন মিলন মেলায় অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন রক্তদাতারা। রক্তদাতা হাফিজুর রহমান বলেন, বাগেরহাটে রক্তদাতাদের এমন মিলন মেলা এই প্রথম। এর আগে কখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কোন মিলন মেলা হয়নি। আজকে সবাই সবার সাথে পরিচিত হলাম ভাল লাগছে। দীন মোহাম্মাদ নামের আরেক রক্তদাতা বলেন, রক্ত দেওয়া একটি মহৎ কাজ। যারা রক্তদান করে তারা নিশ্চয়ই ভাল মানুষ। এক সাথে মহৎ মানুষের দেখা পেয়ে ভাল লাগছে। বাগেরহাট জেলা ব্লাড ব্যাংকের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা বাগেরহাটসহ বিভিন্ন এলাকার মানুষকে রক্ত দান করছি। এ পর্যন্ত আমরা আমাদের সংগঠনের উদ্যোগে প্রায় ৬ হাজার মানুষকে রক্ত দিয়েছি। ৭৩টি হুইল চেয়ার বিতরণ করেছি। এছাড়া অসহায় মানুষদের উন্নয়নে আমরা নানা ধরণের কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতায় এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত