বাগেরহাটে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৭ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবয়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
জাতীয়তাবাদী মহিলা দলের বাগেরহাট জেলা শাখার সভাপতি সাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি'র সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
মহিলা দলের সাধারণ সম্পাদক ইভা আক্তারের সঞ্চালনয় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা বিএনিপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, বিএনপি নেতা সাহেদ আলী রবি, হাদিউজ্জামন হিরো, সরদার লিয়াকত আলী, মহিলাদল নেত্রী তাসলিমা বেগম, কুলসুম বেগম, মমতাজ মেরি, রুনা গাজী, অ্যাড মেহেরুন্নেসা, অ্যাড শিরিনা, ফাতেমা পান্না, শাহিন ফেরদৌসী হ্যাপি, মাহমুদা বেগম, কমলা বেগম, হেনা বেগম, পপি বেগম, সাবিনা ইয়াসমিন, শিরিনা বেগম, মার্জিনা বেগম, কানিজ ফাতেমা আখি, কলিনা বেগম, কামরুন নাহার রুনা প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন আদর্শ রাষ্ট্রনয়ক ছিলেন। তিনি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের কাছে একজন দক্ষ নেতা হিসেবে পরিচিতি পান। তিনি ৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে কাজ করে যাওয়ার জন্য নারী নেত্রীদের প্রতি আহ্বান জানান বক্তারা।আলোচনা সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা ও আন্দোলনে নিহত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত