বাগেরহাটে বাড়ির সামনে থেকে উন্নয়নকর্মীর মোটরসাইকেল চুরি
প্রকাশ: ৯ নভেম্বর ২০২২, ১৮:৪১ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ২০:৩৮
বাগেরহাট জেলা শহরতলীর কাড়াপাড়া মেগনীতলা এলাকায় বাড়ির সামনে রাস্তা থেকে প্রকাশ্যে দিবালোকে একজন উন্নয়নকর্মীর মোটরসাইকেল চুরি হয়েছে।মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে এ চুরির ঘটনায় মোটরসাইকেল মালিক মল্লিক স্বদেশ রহমান বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।স্বদেশ রহমান মেগনীতলা এলাকার মল্লিক আতিয়ার রহমানের ছেলে এবং বেসরকারি একটি সংস্থার উন্নয়নকর্মী।
ক্ষতিগ্রস্থ মল্লিক স্বদেশ রহমান বুধবার সকালে জানান, বাড়ির পাশে রাস্তা নির্মাণের কাজ চলমান থাকায় তার ব্যবহৃত ১৫০ সিসি সবুজ রংয়ের পালসার মোটরসাইকেলটি মেইন রাস্তার পাশে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় কাজ শেষ করে দ্রুত বের দেখেন মোটরসাইকেলটি যথাস্থানে নেই। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ধারণা করা হয় মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। মোটরসাইকেল চুরির বিষয়ে বাগেরহাট সদর মডেল থানায় লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে।
বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মোটরসাইকেল খোয়া যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি পুলিশ আন্তরিকভাবে দেখছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত