বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৩, ১২:৩৩ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১৬:০২

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।বুধবার (৪ জানুয়ারি) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়। এরপর পর্যায়ক্রমে কেক কাটা ও উপজেলা ছাত্রলীগের অয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের
প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সি রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক রবীন হীরা। এ ছাড়া র‍্যালিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মাহাতাব শেখ, ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া, ওয়ালিউজ্জামান জুয়েল খলিফা, শেরে বাংলা কলেজ ও উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ছাত্রলীগের শত শত নেতৃবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত