বাগেরহাটে পাওয়া গেল বিলুপ্ত প্রায় রাজকাকড়া

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ১৯:৫০ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ২৩:৫৪

বাগেরহাটের রামপালে বিলুপ্ত প্রায় প্রজাতির রাজ কাঁকড়া পাওয়া গেছে। রামপাল উপজেলার কালিগঞ্জ গ্রামের আমানুল্লাহ নামের এক ব্যক্তির মৎস্য ঘেরে এই কাঁকড়াটি পাওয়া যায়। কাকড়াটি জোয়ারের পানিতে সাগর থেকে বেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। সংকটাপন্ন প্রজাতির এই কাকড়াটিকে ফরমালিন দিয়ে বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্মকর্তা বলেন, রাজ কাকড়া সাধারণত আমাদের এলাকায় পাওয়া যায় না।কিন্তু ৩১ জুলাই রামপাল উপজেলার কালিগঞ্জ গ্রামের আমানুল্লাহ নামের এক ব্যক্তির মৎস্য ঘেরে এই কাকড়াটি পাওয়া যায়। পরবর্তীতে আমরা কাকড়াটিকে সংগ্রহ করি। এটি এখন মৃত প্রায় অবস্থায় রয়েছে। এটি মারা গেলে আমরা ফরমালিন দিয়ে সংরক্ষণ করে রাখব। ধারণা করছি কাকড়াটি সমুদ্র থেকে জোয়ারের পানিতে ভেসে এসেছে। তিনি আরও বলেন, এই কাকড়াকে জীবন্ত জীবাশ্মও বলা হয়, কারণ ৪৪ কোটি ৫০ লাখ বছর আগেও পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল। ডাইনোসরের চেয়েও প্রায় ২০ কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল এই লিমুলাস। তাই এই জলজ প্রাণী বিজ্ঞানীদের কাছে আজও বিস্ময়ের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত